ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুঠিয়ায় জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পুঠিয়ায় জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী আটক

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত থেকে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


 
আটকরা হলেন- পুঠিয়া উপজেলা জামায়াতের সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ (৪৫), ছাত্রশিবিরের বানেশ্বর ইউনিয়নের প্রচার সম্পাদক ওমর আলী (২৪), তার ছোট ভাই শিবির সদস্য জোবায়ের আহমেদ (২০) ও ইব্রাহীম (২৮), বিএনপিকর্মী ইউনুস আলী (৫৬) এবং কিবরিয়া সরকার (২৫)।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটকরা চলতি বছরের জানুয়ারি মাসে অবরোধ চলাকালে বিভিন্ন নাশকতার মামলার আসমি। দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিলেন।

হাফিজুর রহমান আরও জানান, সম্প্রতি তারা এলাকায় ফিরে আবারও নাশকতার পরিকল্পনার করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদ শেষে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।