ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান বাবুল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান বাবুল আটক রফিকুল ইসলাম বাবুল

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়ীখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রামপাল থানা পুলিশ মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুটের খনন কাজে নিয়েজিত এক ড্রেজার মাস্টারকে মারপিটের অভিযোগে তাকে আটক করে।



রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ ও পুলিশ জানায়, সরকারের অগ্রাধিকার প্রকল্প মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুটের রামপাল পুরাতন ঘাট এলাকায় মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ’র একটি ড্রেজার খনন কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল তুচ্ছ ঘটনার জের ধরে লোকজন নিয়ে ড্রেজার মাস্টারকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।

কথাকাটার এক পর্যায়ে ড্রেজার মাস্টার শাহজাহাকে (৫৫) পিটিয়ে আহত করেন তারা। এ ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত খনন কাজ বন্ধ থাকে। এতে বিআইডব্লিউটিএ’র কর্মচারীদের ক্ষোভের বিষয়টি জানার পর সন্ধ্যায় ব্যবস্থা নেয় প্রশাসন। সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান রফিকুলকে গ্রেফতারের পর থেকে পুলিশ পাহরায় পুনরায় ড্রেজিং শুরু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।