ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বগুড়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় বগুড়ায় বিক্ষোভ-মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বগুড়া শহর শাখার প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তবে বিবৃতিতে কারো নাম উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়েছে, মুজাহিদের রায় ঘোষণার পরই জামায়াতের বগুড়া শহর শাখার উদ্যোগে নিশিন্দারা কারবালা এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে অবিলম্বে জামায়াত নেতা মুজাহিদের মুক্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।