ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াতের ঢিলেঢালা হরতাল চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জামায়াতের ঢিলেঢালা হরতাল চলছে ছবি: দেলোয়ার হোসেন বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের (১৯ নভেম্বর)  হরতাল ঢিলেঢালাভাবে চলছে। রাজধানীতে কার্যত হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।


 
অন্যান্য দিনের মতোই ভোর থেকে কাজে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক গণপরিবহনও।

বৃহস্পতিবার ভোর ৬টায় হরতাল শুরুর পর রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এমনকি কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদের।

তবে হরতালের আগের দিন সন্ধ্যা ও রাতে রাজশাহীসহ দেশের কিছু এলাকায় মিছিল-কটটেল বিস্ফোরণ করে তারা।

রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন বৈঠককালে বেশ কয়েকজন জামায়াত-শিবির নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
 
হরতালকে কেন্দ্র করে যাতে রাজধানীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অতিরিক্তি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।

বুধবার রাত থেকে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে ৠাবও।
 
রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করে দেখা গেছে, জামায়াতের হরতালকে উপেক্ষা করে নিজ নিজ কাজে যোগ দিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। চালু রয়েছে কলকারখানাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও অফিস-আদালত।

বুধবার সকাল থেকেই রাজধানীর রাস্তায় গণপরিবহনের পাশাপাশি মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম চোখে পড়ছে।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুন্তাসিরুল ইসলাম জানান, হরতালে মানুষের সাড়া নেই। রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। জন-জীবন স্বাভাবিকভাবেই চলছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবির টহল থাকছে বলেও জানান তিনি।
 
এর আগে বুধবার যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড‍াদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াত।

** হরতালে সাড়া নেই, গাবতলী থেকে ছাড়ছে বাস
** জামায়াতের হরতালে স্বাভাবিক পল্টন-মতিঝিল
** জামায়াতের হরতাল, ফেনীতে সতর্ক পুলিশ
** জামায়াতের হরতাল, ফেনীতে সতর্ক পুলিশ
** সাতদিনের আগেই ফাঁসি সম্ভব
** মুজাহিদের ‘মিশন তামান্না’ যেন মৃত্যুপুরী
** এ রায় মুজাহিদ-সাকার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব
** আইনি নির্দেশনা মেনে রায় কার্যকর
** ঊর্ধ্বতন কারা কর্মকর্তাদের বৈঠক
** শেষ দিনেও সাকার ভুয়া সার্টিফিকেট!
** দেশ স্থিতিশীল করতেই ফেসবুক সাময়িক বন্ধ
** মুজাহিদের ফাঁসি বহাল
** সেই ‘ল্যাংড়ার’ সাক্ষ্যে ফাঁসিকাষ্ঠে যাচ্ছেন সাকা
** মুজাহিদের বাড়ি এখন পোকা-মাকড়ের বাসা
** ‘মুজাহিদও ক্ষমা চাইবেন না’
** ‘ক্ষমা চাওয়ার পারিবারিক সিদ্ধান্ত নেই’
** মুজাহিদের রিভিউ আদেশে ফরিদপুরে সর্বোচ্চ সতর্কাবস্থা
** মুজাহিদের রিভিউ আদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা সিলেটে
** খুলনায় সর্তকাবস্থায় পুলিশ
** সাকার ফাঁসি বহাল
** ‘রায় যাতে দ্রুত কার্যকর হয়...’
** মুখ খুলছে না বিএনপি নেতারা
** সাকা’র সম্পত্তি ক্রোক চান সাক্ষী নূরুল আবসার
** বগুড়ায় সর্বোচ্চ সতর্কাবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
** ‘রায় হয়েছে, দ্রুত কার্যকর হোক’
** সাকা’র সমর্থকদের সাড়া নেই, চলছে আনন্দ উল্লাস
** সাকার বাড়ি ফাঁকা!
** ‘টর্চার সেলকে জাদুঘর হিসেবে দেখতে চাই’

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।