ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সিলেটে দু’পক্ষের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ৭ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: সিলেটের বিশ্বনাথে বিএনপিপন্থী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী ও স্থানীয় অলঙ্কারি ইউনিয়ন চেয়ারম্যান লিলু মিয়াসহ অন্তত ৭ জন।

  

আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সমন্বয় সভায় টিআর কাবিখার ভাগ ভাগবাটোরা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। তবে পুলিশী হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায় টিআর কাবিখার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে সমন্বয় সভায় হাতাহাতি হয়। এসময় উপজেলা চেয়ারম্যানকে ছুরিকাঘাত করে ভাইস চেয়ারম্যান নুর উদ্দিনের লোকজন। লাঠি দিয়ে আঘাত করে আহত করা হয় স্থানীয় অলঙ্কারি ইউনিয়নের চেয়ারম্যান লিলু মিয়াকেও।
 
এ ঘটনার জের ধরে সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর পক্ষে কারিকোনা গ্রাম এবং ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিনের জানাইয়া গ্রামবাসী মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে। এতে উভয় পক্ষের তিনজন গুলিবিদ্ধ হন।

আহত উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেন, খারাপ আচরণ করায় ভাইস চেয়ারম্যান নুর উদ্দিনকে বাধা দেওয়ায় তার লোকজন হামলা করে।

ভাইস চেয়ারম্যান নুর উদ্দিন বলেন, দুই বছর ধরে টিআর কাবিখার ভাগ পাই না। সমন্বয় সভায় টিআর কাবিখার হিসাব চাইতে গেলে সোহেল আহমদ ঔদ্ধত আচরণ করলে হাতাহাতি হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড শটগানের গুলি ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।