ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতাল প্রতিহতে শাহবাগে গণজাগরণ মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
হরতাল প্রতিহতে শাহবাগে গণজাগরণ মঞ্চ ছবি: দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের হরতাল প্রতিহত করতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী এ হরতাল ডেকেছে জামায়াত।



বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে হরতাল শুরু হলে রাজধানীতে হরতালের তেমন প্রভাব দেখা যাচ্ছে না।
 
অন্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকান, রাস্তায় চলাচল করছে বিপুল সংখ্যক গণপরিবহনও।

সকাল ১০টা পর্যন্ত রাজধানীতে হরতালের সমর্থনে কোনো মিছিল-পিকেটিং ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদেরও।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেওয়া শুরু করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

হরতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর  উল্টো পাশে অবস্থিত বারডেম হাসপাতালে অন্য দিনের মতই চলছে চিকিৎসা কার্যক্রম।

শাহবাগ মোড় থেকে নিউমার্কেট, ফার্মগেট, মতিঝিল-গুলিস্থান প্রতিটি রুটেই প্রতিদিনের মতোই গণপরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে। রয়েছে পর্যাপ্ত সংখ্যক রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই শাহবাগ মোড়টিতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

শাহবাগে অবস্থান নেওয়ার বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলানিউজকে বলেন, জামায়াতের হরতালের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা জামায়াতের হরতাল প্রতিহত করবো।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।