ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই বরিশালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই বরিশালে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের (১৯ নভেম্বর)  হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি বরিশাল নগরীতে।

নগরীরে সকাল থেকে অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল করতে দেখা গেছে।

স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, অফিস-আদালত ‍এবং দোকান-পাটও খোলা রয়েছে।

দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।  

এদিকে হরতালের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত শিবিরের কর্মীরা।

সকাল ৭টায় নগরীর কাশিপুর চৌমাথা এলাকায় জামায়াত-শিবির কর্মীরা অবস্থান নেন। এ সময় তারা ব্যানার নিয়ে হরতালের পক্ষে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

এছাড়াও নগরীসহ জেলার আর কোথাও হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, নিরাপত্তার জন্য ৬ শতাধিক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবং র‌্যাবের টহল টিম রয়েছে। এখন পর্যন্ত কোনো নাশকতা বা কাউকে আটক করা হয়নি বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।