দিনাজপুর: জামায়াতের ডাকা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা এড়াতে দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, মানবতাবিরোধী অপরাধী দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াত। এ হরতালকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৫৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, হরতালের কোনো প্রভাব পড়েনি দিনাজপুরে। তারপরও সম্ভাব্য নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শহরে টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এএটি/এসআই