ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে জাসাস নেতার গলিত মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ফেনীতে জাসাস নেতার গলিত মৃতদেহ উদ্ধার

ফেনী: নিখোঁজের তিনদিন পর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ’র (জাসাসর) যুগ্ম-সম্পাদক আমির হোসেনের (২৯) গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ি থেকে লস্করহাটে নিজ মালিকাধীন ‘শিল্পি ইলেকট্রনিকে’ যাওয়ার পথে আমির হোসেন নিখোঁজ হন।

বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে নিখোঁজ আমিরের স্ত্রী মর্জিনা আক্তার সোনিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন।

বৃহস্পতিবার বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আমির হোসেন ওই এলাকার মৃত আবদুর রবের ছেলে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।