ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘তারেকের নেতৃত্বে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার অপেক্ষায় মানুষ’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
‘তারেকের নেতৃত্বে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার অপেক্ষায় মানুষ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অপেক্ষায় বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বিবৃতি দেন ড. রিপন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করতে পারলে দেশের কল্যাণ সাধিত হবে-এই চিন্তার ধারক-বাহক হিসেবে তারেক রহমান গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়িয়েছেন। দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান। তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য তার হাঁস মুরগী-ছাগল বিতরণের কর্মসূচিসহ নানা উদ্যোগ আজও দেশবাসী ভুলে যায়নি। সমাজে পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে পারলে তারা জাতীয় উন্নয়নে অংশীদার হতে পারবে-  এই বিশ্বাসেই তিনি দেশের জনপদ থেকে জনপদে ঘুরে বেড়িয়েছেন। তার এই প্রচেষ্টা সমাজে পিছিয়েপড়া মানুষের মধ্যে জাতীয় উন্নয়নের কর্মকাণ্ডে নিজেকে অংশীদার ভাবার বোধ জাগ্রত হয়।

ড. রিপন বলেন, এক-এগারোতে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে নিঃশেষ করার জন্য মামলা-শারীরিক নির্যাতন থেকে শুরু করে চরিত্র হননের অপচেষ্টা চালিয়ে তাকে হতোদ্যম করতে চেয়েছিল। কিন্তু জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তিনি জনগণের পাশে থাকতেই দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। যাদের আন্দোলনের ফসল ছিল এক-এগারোর সরকার, তারা ক্ষমতায় এসেই তারেকের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে আরও কয়েকধাপ এগিয়ে যায়। মামলার পর মামলা দিয়ে তাকে পর্যুদস্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালায়। তবু তারেক রহমানের প্রত্যয়দৃঢ় বিশ্বাসকে তারা দুর্বল করতে পারেনি।

বিএনপির মুখপাত্র বলেন, ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তার বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলানো যায়নি।

সরকারের নির্যাতন-নিপীড়ন-দুঃশাসনে দেশে আজ গণতন্ত্র মৃতপ্রায় পর্যায়ে উপনীত হয়েছে মন্তব্য করে ড. রিপন বলেন, দেশের সার্বভৌমত্ব-স্বাধীনতাও আজ হুমকির মুখে। দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অপেক্ষায়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।