ঢাকা: এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এ তথ্য ফের নিশ্চিত করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এর আগে দুপুরে খালেদার দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াও শনিবার তার দেশে ফেরার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সে সময় বলেন, আগামী শনিবার বিকেল নাগাদ বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন।
রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপন বলেন, খালেদা জিয়া তার চিকিৎসা অসম্পূর্ণ রেখেই দেশে ফিরছেন। দেশে ক্রান্তিকাল চলছে। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টা ৩৫ মিনিটে ব্যক্তিগত সফরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআইকে/টিআই/এএসআর
** সাকা চৌধুরী ন্যায়বিচার পাননি, দাবি বিএনপির