ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শুভবুদ্ধির জাতীয় ঐক্য প্রয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
শুভবুদ্ধির জাতীয় ঐক্য প্রয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশি-বিদেশি একটি অশুভ শক্তি দেশে নাশকতার চালানোর চেষ্টা করছে। বিশেষ করে চলমান যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে এই অশুভ শক্তি সক্রিয়।

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দল-মত-নির্বিশেষে সব শুভবুদ্ধি সম্পন্ন শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি কমিউনিটি সেন্টারে ধানমন্ডি থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এ জন্য সারাদেশে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হচ্ছে।

ধানমন্ডি থানা জাপার আহ্বায়ক মো. শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- জাপার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সদস্য সচিব জহিরুল আলম রুবেল, সদস্য আক্তার দেওয়ান, খোরশেদ আলম খুশু, মাহবুবুর রহমান খসরু, প্রফেসর এস এম জামাল উদ্দিন প্রমুখ।

এর আগে দুপুরে জুরাইনের আলম মার্কেট চত্বরে শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ড জাতীয় পার্টির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।