ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে ১০ বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বাগেরহাটে ১০ বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের রামপালে ১০টি হাত বোমাসহ উপজেলা জামায়াতের আমিরসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশ থেকে বোমাসহ তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির মো. জুলফিকার আলী (৪২) ও জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান (৩৫)। তাদের বাড়ি উপজেলার বাঁশতলি ও দেবিপুর গ্রামে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলীর নেতৃত্বে গোপন বৈঠককালে পুলিশ সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশ থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেরও নাশকতার অভিযোগে রামপাল থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।


বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।