ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাকা-মুজাহিদের ফাঁসি সময়ের ব্যাপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসি সময়ের ব্যাপার ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

ঢাকা: দুই শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তাদের ফাঁসির সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন তারা রাষ্ট্রপ্রতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি না তার সমাধান হয়ে গেলেই ফাঁসি কার্যকরে আর কোন বাধা থাকবে না।



শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বিরাধী স্থানীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা ও জাতীয় উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমরা দেশবাসী নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, দেশ একটা যুদ্ধের মধ্যে রয়েছে। এই যুদ্ধ দেশ বিরোধী চক্র ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে। এই যুদ্ধে আমরা জয়লাভ করবই। ইতিমধ্যে দু’জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। আর দু’জন ফাঁসির সন্নিকটে।

বিএনপি ৭১’র ঘাতকদের সমর্থক ও পক্ষের দল উল্লেখ করে তিনি বলেন, গতকাল ২০ নভেম্বর বিএনপি যে বক্তব্য দিয়েছে তা প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। ৭৫ পরবর্তী তাদের ঘাতকদের পক্ষে যে অবস্থান ছিলো তার কোন পরিবর্তন হয়নি। ঘাতকদের পক্ষে তাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। বিএনপি পরিষ্কারভাবে ঘাতকদের সমর্থক ও তাদের পক্ষের দল।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এএসএস/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।