ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান ড. কামালের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান ড. কামালের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



ড. কামাল বলেন, আমরা যে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই শক্তি দিয়েই স্বাধীনতা পরবর্তী আঘাতগুলো মোকাবেলা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা জাতীয় নেতৃত্বকে হারিয়েছি। তারপরও জনগণ নিরাশ হয়নি। আমরা যে সাহস নিয়ে বিজয় অর্জন করেছি, সেই সাহস ধরে রাখতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সব শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য জনগণকে রুখে দাঁড়াতে হবে। এগিয়ে আসতে হবে।

জেলা গণফোরামের আহ্বায়ক এম জামান খানের সভাপতিত্বে সম্মেলেনে আরো বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আ ফ ম শফিউল্লাহ, মোস্তাক আহমদে, আলী নুর খান বাবুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।