ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
ময়মনসিংহ আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ফারুক

ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ খানকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলকে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদকে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।



শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর শিববাড়ি রোড জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

বিকেলে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, সভায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারসহ গুরুত্বপূর্ণ কয়েক নেতা অনুপস্থিত ছিলেন।

এর মধ্যে আব্দুল মতিন সরকারের অনুপস্থিতির কারণে তার স্থলে জেলা আওয়ামী লীগের ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার জানান, আমার স্বাক্ষর জাল করে কার্যকরী কমিটির সভা ডাকা হয়েছে। এ কারণে আমি সভায় যাইনি। আমার যা বলার তা আমি নেত্রীকেই বলবো।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর জানান, দলের কার্যকরী কমিটির এ সভায় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠিত হয়। এ কমিটির আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলকে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক করা হয়েছেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলকে।

নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনকে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক করে ৬২ সদস্য বিশিষ্ট এবং ফুলপুরের সংসদ সদস্য শরীফ আহমেদকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সূত্র জানায়, ময়মনসিংহে শুধুমাত্র মুক্তাগাছা, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাদ বাকী সব উপজেলা এবং ময়মনসিংহ শহর ও কোতোয়ালী আওয়ামী লীগের সম্মেলন আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মেয়াদোত্তীর্ণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিনক্ষণ নির্ধারিত না হলেও ডিসেম্বরের শেষ সপ্তাহে সম্মেলন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দফতর সম্পাদক বাবু।

এদিকে, প্রায় এক বছর পর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এ সভাকে ঘিরে নগরীর শিববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয় এলাকায় ভিড় করেন। তবে সবার দৃষ্টি কাড়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের শোডাউন। প্রায় ১০ হাজার নেতা-কর্মী নিয়ে তিনি দলীয় কার্যালয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।