ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেশবপুরে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কেশবপুরে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৫

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



খবর পেয়ে স্থানীয় ভেরচী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতরা হলেন, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন (৪৪), শরিফুল ইসলাম (২৫), শওকত সরদার (৪০), আসাদ (৪৫), সুজন সরদার (২৩), মোসলেম সরদার (৫৪), জাহিদুর রহমান (৩৫), ইমদাদুল হক (৩৫), আকবর হোসেন (৩৪), সাথী পারভীন (২২), দীন মোহাম্মদ (৩৬) ও পারুল বেগম (৪০)সহ অন্তত ১৫ জন। এদের মধ্যে শওকত সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে জানান, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিব ও সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে।

গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিব বাংলানিউজকে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ইন্ধনে সন্ত্রাসী এলিন বাহিনী তার লোকজনের উপর হামলা করেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।