ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

থমথমে রাজশাহী, চলছে বিজিবি’র টহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
থমথমে রাজশাহী, চলছে বিজিবি’র টহল

রাজশাহী: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে রাজশাহীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার পরেই নগরীর বিভিন্ন সড়ক ফাঁকা হতে শুরু করে।



এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় নগরীতে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। বাড়তি সতর্কতা হিসেবে রাতেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সন্ধ্যা থেকে রাজশাহীতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে তিন প্লাটুন এবং নয় উপজেলায় চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।

নগরজুড়ে সাজোয়া যান (এপিসি) টহল শুরু করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে, জানান শাহজাহান সিরাজ।

ফাঁসি কার্যকরের বিষয়টি ঘোষণা হওয়ার আগ থেকেই রাজশাহী মহানগরী জনমানবশূন্য হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের দোকানপাট। সীমিত হয়ে এসেছে যান চলাচলও।

রাজশাহী মহানগর পুলিশ সদর দফতর সূত্র জানায়, নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশের মোতায়েন রয়েছে। সবগুলো থানা ও পুলিশ ফাঁড়িকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি নগরীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

মহানগর পুলিশের মুখপ‍াত্র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শংঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত রয়েছে পুলিশ সদস্যরা।

এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন সুশান্ত চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।