ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আরেকটি আন্দোলন সহ্য করার ক্ষমতা সরকারের নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
‘আরেকটি আন্দোলন সহ্য করার ক্ষমতা সরকারের নেই’ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

ঢাকা: আরেকটি আন্দোলন সহ্য করার মতো ক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডা. মিলন ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. সামছুল আলম মিলনের ২৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।

নোমান বলেন, গণতন্ত্রের জন্য বহু মিলন রক্ত দিতে প্রস্তুত। দরকার নেতা ও সঠিক নেতৃত্ব। সঠিক নেতৃত্ব দিলে আরেকটি আন্দোলন সহ্য করার ক্ষমতা সরকারের নেই।

আওয়ামী লীগ নেতাকর্মী নয়, পুলিশের ওপর নির্ভরশীল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ তাদের একজন কর্মীর চেয়ে পুলিশের ওপর বেশি নির্ভরশীল। কর্মীদের বিশ্বাস করে না।

পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। অর্ডিন্যান্সের মাধ্যমে নির্বাচনের সময়সীমা ৪৫ দিন থেকে কমিয়ে ৩৫ দিন করেছে।

নোমান অভিযোগ করেন, পৌর নির্বাচনে বিএনপি নেতাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। যেন তারা পৌর নির্বাচনে অংশ নিতে না পারে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ড্যাবের সাবেক মহাসচিব ডা. এ কে এম জাহিদ হোসেন, সহ-সভাপতি প্রফেসর ডা. মোস্তাক রহিম স্পন, যুগ্ম-সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরইউ/টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।