ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সম্মেলনে সভাপতি-জামাল তালুকদার, সম্পাদক নুরুল হুদা চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সম্মেলনে সভাপতি-জামাল তালুকদার, সম্পাদক নুরুল হুদা চৌধুরী ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

লক্ষ্মীপুর: উপজেলা প্রতিষ্ঠার ৯ বছর পর প্রথমবারের মতো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল তালুকদার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল হুদা চৌধুরী।



সর্বসম্মতিক্রমে গোলাম কাদেরকে সিনিয়র সহ-সভাপতি ও হারুন অর রশিদ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটির অবসান হয়েছে।

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহে আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি ছায়েদুল ইসলাম ভূইঁয়া, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে ভাগ করে উত্তর অঞ্চলকে কমলনগর নামে পৃথক উপজেলা গঠন করা হয়। এর পর উপজেলা গঠনের পর ২০০৯ সালে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।