ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
কুমিল্লায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

কুমিল্লা: কুমিল্লা নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন এলাকায় কুমিল্লা সরকারি কলেজ এবং বিকেলে নগরীর ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।



সংঘর্ষে মোস্তফা (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী গুলিবিদ্ধ হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কুমিল্লা সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়। এ সময়
মহানগর স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মীও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে বিকেলে ওই ঘটনার জের ধরে ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আবারো সংঘর্ষ হয়। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোস্তফা গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান বাংলানিউজকে বলেন, কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেলে মোস্তফাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে শুনেছি। তবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন কিনা জানি না।
 
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।