ঢাকা: পৌরসভা নির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকে বিএনপির একটি প্রতিনিধিদল এ দাবি জানায়।
বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আসে প্রতিনিধিদলটি। এরপর সিইসির কার্যালয়ে তারা বৈঠকে বসেন। মোট পাঁচ সদস্যের এই দলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আরও ছিলেন সাবেক সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এ নিয়ে পঞ্চমবারের মতো ইসিতে বৈঠক করলো দলটি।
বৈঠক শেষে বেরিয়ে আবদুল মঈন খান বলেন, সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন। পুলিশ ও প্রশাসন দলীয়করণের ফলে ভোটারদের মনে সেই বিশ্বাস নেই। তাই সেনা থাকলে ভোটাররা নিরপেক্ষভাবে ভোট দেওয়ার স্বস্তিতে থাকেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আজও দাবি জানিয়েছি সেনা মোতায়েনের। জবাবে সিইসি বিষয়টি দেখছেন বলে আমাদের জানান।
গত সাত দিনে নির্বাচনী পরিস্থিতি অবনতি হয়েছে দাবি করে মঈন খান আরও বলেন, শেষ সময়ে নির্বাচন যেন সুষ্ঠু-নিরপেক্ষ হয়, গুরুত্বসহকারে সিইসিকে দৃষ্টি আকর্ষণের জন্য বলেছি। সুষ্ঠু নির্বাচন যদি না হয়, রাজনৈতিক প্রক্রিয়া আরও ধ্বংসের দিকে যাবে। যা সরকারের জন্য ভালো হবে না। ভোট মানুষের জন্মগত অধিকার। মানুষ যেন সে অধিকার প্রয়োগ করতে পারেন। আমরা বৈঠকে সে দাবি জানিয়েছি।
এ সময় তিনি দেশব্যাপী বিএনপি দলীয় প্রার্থীদের উপর আক্রমণ ও দলীয় অফিসে অগ্নিসংযোগসহ সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ১০টি পর্যবেক্ষক সংস্থাকে কোনো অনুমতি না দেওয়ার জন্য বলেছে। আমরা ব্লেম গেমে বিশ্বাসী নই। তাই যাদের যোগ্যতা আছে তাদেরই যেন অনুমতি দেওয়া হয়। এখানে কোনো দলের অভিযোগ বড় বিষয় নয়।
আগামী বুধবার (৩০ ডিসেম্বর) দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করছে ইসি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫/আপডেট ১৮৫৬
ইইউডি/আইএ
** ফের ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
** সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল