ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মণিরামপুর পৌর বিএনপি সভাপতি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
মণিরামপুর পৌর বিএনপি সভাপতি কারাগারে

যশোর: যশোরের মণিরামপুর পৌরসভা বিএনপির সভাপতি খায়রুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাজাহান আলী তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।



খায়রুল পৌর শহরের দূর্গাপুর গ্রামের এনামুল হকের ছেলে।

যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে মাছবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি খায়রুল ইসলামকে গ্রেফতার করে রোববার বিকেলে আদালতে পাঠায় পুলিশ। এসময় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।