নারায়ণগঞ্জ: দীর্ঘ ২ মাস তিনদিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর খোরশেদ মুঠোফোনে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলার জামিন হওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর ৪টি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু, শ্রমিকদল নেতা রাফিউদ্দীন রিয়াদ। এদের মধ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ছাড়া বাকি সবাই জামিনে কারাগার থেকে আগেই মুক্তি পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরআই/