ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের হয়রানির অভিযোগ নওগাঁ বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নেতাকর্মীদের হয়রানির অভিযোগ নওগাঁ বিএনপির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় দলীয় নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেফতার ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ  অভিযোগ করা হয়।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযোগ না থাকলেও বাড়ি থেকে আটক করে হয়রানি করা হচ্ছে। বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন

ক্ষতাসীন দলের স্থানীয় এমপিরা আচরণবিধি ভঙ্গ করে ভোট চাইছেন বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির জেলা পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।