ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
খালেদার মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও শহীদ জিয়া আইনজীবী সংসদ।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার চাঁনমারী এলাকার আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে অংশ নিয়ে আইনজীবীরা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানান।
সেই সঙ্গে রূপগঞ্জ তারাব পৌর নির্বাচনে বিএনপির গণসংযোগে পুলিশি বাধা, হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, শহীদ জিয়া আইনজীবী সংসদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী ভুইয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।