ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নড়াইলে গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
নড়াইলে গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলা গয়েশ্বর চন্দ্র রায়

নড়াইল: নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে এক কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ মামলা করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ।



পরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়্যা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে (ওসি) আগামী ১১ ফেব্রুয়ারির (২০১৬) মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

মামলার বাদী শেখ আশিক বিল্লাহ মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

এদিকে, এর আগে বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একই আদালতে এক কোটি টাকার অপর একটি মানহানি মামলা করেন আশিক বিল্লাহ।

গত ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।