মৌলভীবাজার: নেতাকর্মীদের আটক, ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাসের রহমান বলেন, আওয়ামী লীগ পরাজিত হবে জেনে আমাদের সক্রিয় নেতাকর্মীদের মামলা ছাড়াই আটক করে ৫৪ ধারায় আদালতে হাজির করছে। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ধরে মারধর করে থানায় দিচ্ছে। যা এর আগে মৌলভীবাজারে কখনও হয়নি।
তিনি মৌলভীবাজার সদর পৌরসভার ১৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ দাবি করে এসব কেন্দ্রে সাংবাদিকদের সার্বক্ষণিক উপস্থিতি কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপির সদর পৌরসভার মেয়র প্রার্থী অলিউর রহমান, বিএনপির সদস্য সচিব মো. উদ্রিছ আলী ও ছাত্রদলের আহ্বায়কের জাকির হোসেন উজ্জ্বল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর