ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে বিএনপির সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ঝালকাঠিতে বিএনপির সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে কারচুপির আশঙ্কা এবং দলীয় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, বর্তমান সরকারের আমলে জনগণের রায়ের কোনো স্বীকৃতি নেই। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলেও ফলাফল তাদের বিপক্ষে যাবে।

তিনি অভিযোগ করেন, সরকারি দলের ক্যাডার ও  প্রশাসনের মাধ্যমে বিএনপির মেয়র প্রার্থী ও কর্মীদের ভয়-ভীতি দেখানোসহ বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে। ফলে গ্রেফতার আতঙ্কে অধিকাংশ নেতাকর্মী শহর ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এ সময় জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাংগাঠনিক সম্পাদক মেহেদি হাসান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদি দাস, জেলা কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, যুবদল নেতা আনিসুর রহমান তাপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, নলছিটি পৌরসভার ১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। তবে কেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ না বলে অধিক গুরুত্বপূর্ণ বলেছেন রিটার্নিং অফিসার খান আবি শাহনুর খান।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।