ঢাকা: পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ সন্দেহের কথা জানান।
সাক্ষাৎ শেষে হানিফ সাংবাদিকদের বলেন, আমরা সন্দেহ করছি, জাতিও সন্দেহ করছে যে- বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা। আমরা আশা করি, বিএনপি শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকবে। গণতন্ত্রের অগ্রযাত্রায় এই দলটি একটি দায়িত্বশীল আচরণ করবে। যা আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, ইসি যে আচরণ করছে- তাই আমরা তুলে ধরছি। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দু’জন আসামিকে গ্রেফতার করায় ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রত্যাহার করা হয়েছে। ইসি এবার বিএনপির প্রতি বেশি সদয় আচরণ করছে। কিন্তু নিরপেক্ষতা প্রমাণ করার জন্য কারো প্রতি সদয়, আর কারো জন্য বিমাতা হলে এটি প্রত্যাশিত নয়। তবে ইসির প্রতি আমরা আস্থাশীল। নির্বাচন অবাধ, সুষ্ঠু করার দায়িত্ব তারা পালন করছে। তবে এজন্য সব দলকেও সহায়তা করতে হবে। সহায়তার জন্য আমরাও দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছি।
মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছিলাম। তাদের দলের (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপ-রাষ্ট্রপতিসহ নেতারা প্রচারণা করছেন, কিন্তু আমরা পারছি না। এটি লেভেল হতে পারে না। কাজেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। তাই আমরা আশা করবো, নির্বাচন সুষ্ঠু হোক। ইসির প্রতি জনগণের যে আস্থা আছে সেটি অটুট থাকুক।
এ সময় অন্যদের মধ্যে দলটির নেতা ড. আব্দুর রাজ্জাক, আব্দুস সোবহান গোলাপ, বদিউজ্জামান ভূইয়া ডাবলু উপস্থিত ছিলেন।
বুধবার (৩০ ডিসেম্বর) দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে ইসি। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ ২০টি দল প্রার্থী দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ইইউডি/আইএ
** খালেদা জিয়া বাকসন্ত্রাস করছেন
** ইসির বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণের অভিযোগ আ’লীগের