ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনে বিএনপির এজেন্ট দিতে বাধা দেওয়া হচ্ছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
‘নির্বাচনে বিএনপির এজেন্ট দিতে বাধা দেওয়া হচ্ছে’ রুহুল কবির রিজভী

ঢাকা: পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীরা যাতে এজেন্ট দিতে না পারে, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থা বিএনপি নেতাকর্মীদের বাসায় হানা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।     

তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু এদের প্রতিশ্রুতির আড়ালে যে ‘কেউটে সাপ’ লুকিয়ে থাকে সেটি আবারও প্রমাণিত হলো। নির্বাচনের আগের দিন থেকেই সরকার ও নির্বাচন কমিশনের খোলস খুলে আসল রুপ বেরিয়ে পড়তে শুরু করেছে।

মঙ্গলবার(২৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, শাসকদল ও তাদের অনুগত প্রশাসন, সশস্ত্র ক্যাডারদের সহিংস তাণ্ডব, মন্ত্রী-এমপিদের ঢালাও আচরণবিধি লঙ্ঘন এবং ক্ষমতার কাছে, সুবিধাবাদের কাছে আত্মসমর্পণকারী নির্বাচন কমিশনের শাসকদলের অপকর্মগুলোকে প্রশ্রয়ের পরেও জনতার অদম্য সাহসী প্রতিরোধ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, আগামীকালকের ভোট নিয়ে কোনো অন্যায় হতে দেবে না ভোটাররা। জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে। এই সরকারকে বুঝিয়ে দেবে-জনগণই সবচেয়ে বড় শক্তি।

এছাড়াও সারাদেশে পৌর নির্বাচনকে কেন্দ্র করে তাণ্ডবের তথ্য তুলে ধরা হয়েছে প্রেসবিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।