ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্র দখল করে সিল মারার উৎসব চলছে: রিজভী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কেন্দ্র দখল করে সিল মারার উৎসব চলছে: রিজভী ছবি: রুহুল কবির রিজভী আহমেদ ( ফাইল ফটো )

ঢাকা: বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার মহোৎসব চালাচ্ছে।

পৌরসভা নির্বাচনের দিন বুধবার (৩০ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।



রিজভী বলেন, ভোট গ্রহণ শুরুর আগ থেকেই জাল ভোট দিয়ে বাক্স ভরে ফেলছে আওয়ামী লীগের সমর্থকরা। তারা বিএনপি এজেন্টেদের বের করে দিয়ে নৌকায় সিল মারছে।

২২টা জেলায় প্রকাশ্যে জাল ভোট চলছে দাবি করে তিনি বলেন, ঝালকাঠি, ভোলা, বরগুনা, গাজীপুরের শ্রীপুর, নড়াইলের কালিয়া, ফেনী, নাটোর, জামালপুর, মৌলভীবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা, ভোলা, চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায় ক্ষমতাশীনরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে। এসব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। ’

ক্ষমতাসীনদের কাছে অনেক স্থানে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা অসহায় হয়ে পড়েছেন বলেও অভিযোগ তোলেন রিজভী।

তিনি বলেন, আগ থেকেই কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা ও বিএনপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার আশঙ্কা প্রকাশ করেছিলাম। ভোটের দিন দিবাগত রাত থেকেই সেই আশঙ্কা বাস্তবে রুপ নিয়েছে।

দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে কর্তব্যরত সংবাদকর্মী আটকের ঘটনায় সরকার ও প্রশাসনের সমালোচনা করেন রিজভী।

এ সময় তিনি সংবাদকর্মী আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানান।

সংবাদকর্মীর বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলাকে ‘মিথ্যা’ অভিহিত করে তিনি বলেন, ‘এটি সরকারের অভ্যাস। ’

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/এমএম/এমআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।