ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। ভোটের হার বাড়ার সঙ্গে বিএনপির শঙ্কাও বাড়ছে।

যতই সময় যাচ্ছে, ততই তারা নিশ্চিত পরাজয়ের দিকে যাচ্ছে। ’

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।

শঙ্কা থেকেই বিএনপি এখন বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও এসময় পাল্টা অভিযোগ করেন তিনি।

পৌর নির্বাচনে সাংবাদিকদের ওপর ককটেল হামলা প্রসঙ্গে তিনি বলেন, যশোরে সাংবাদিকদের উপরে পরিকল্পিতভাবে ককটেল নিক্ষেপ করা হয়েছে।

আহত সাংবাদিকদের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকরাও বলেছেন হামলা ছিল পরিকল্পিত।

ওখানে কি এমন ঘটনা ঘটেছে যে সাংবাদিকদের উপর ককটেল হামলা চালাতে হবে, এমন প্রশ্ন তুলে হানিফ বলেন, নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে এ ধরণের ঘটনা ঘটিয়েছে বিএনপি।

বিএনপি নেতা ড. ওসমান ফারুকের নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, তাৎক্ষণিকভাবে আমরা খোঁজ নিয়ে দেখেছি, তিনি যে অভিযোগ করেছেন, ভোলায় সে ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সকাল থেকেই সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সর্বস্তরের মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট কেন্দ্রে গেছেন।

হানিফ বলেন, তফসিল ঘোষণার পর থেকেই এই ভোট নিয়ে অনেক কথা হয়েছে। বিশেষ করে বিএনপি শুরু থেকেই অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু ভোটারদের উপস্থিতি প্রমাণ করে, জনগণের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে না।

নির্দ্বিধায় বলা যায় গণতন্ত্রের বিজয় হয়েছে বলে সংবাদ ব্রিফিংয়ে মন্তব্য করেন হানিফ।

চট্রগ্রামের সাতকানিয়া একজন নিহতের ঘটনায় মাহবুবুল আলম হানিফ বলেন, সাতকানিয়া কলেজ কেন্দ্রের আধা কিলোমিটার দূরে দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষের সঙ্গে নির্বাচন কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। এটা দুই প্রার্থীর সামাজিক দ্বন্দ্বের বহি:প্রকাশ। এ সংঘর্ষেই একজন নিহত হয়েছেন।

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট ছিনতাইয়ের কোনো অভিযোগ আওয়ামী লীগের কাছে আছে কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কুয়াকাটায় বিএনপির প্রার্থী-সমর্থকরা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

আর কুষ্টিয়ায় কুমারখালিতে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী জোর করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে। তবে সে চেষ্টা সফল হয়নি, জানান হানিফ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫/আপডেট: ১৩২৬ ঘণ্টা
এসএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।