ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

কার্যালয় দখল নিয়ে বিএনপি-আসল বিএনপি সংঘর্ষ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
কার্যালয় দখল নিয়ে বিএনপি-আসল বিএনপি সংঘর্ষ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ নিয়ে বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের বেশ ক’জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৪টার কিছুক্ষণ আগে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। তবে, পুলিশের ফাঁকা গুলির পর নয়াপল্টন ছেড়ে গেছে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। এখন কার্যালয়ের সামনে অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ‘বিএনপির পুনর্গঠনের নেতা’ কামরুল হাসান নাসিমের নেতৃত্বে দেড়শ’ নেতাকর্মী হাতে স্ট্যাম্প ও মাথায় পতাকা বেঁধে পল্টন থানার সামনের এলাকা থেকে কেন্দ্রীয় কার্যালয় দখলে আসতে থাকেন। সেসময় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বিএনপির প্রায় তিনশ’ নেতাকর্মী। ‘আসল বিএনপি’র কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেই তাদের ধাওয়া দেন বিএনপির নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে নয়াপল্টন এলাকা থেকে সরে যান ‘আসল বিএনপি’র কর্মীরা। তবে, কার্যালয়ের সামনে ফের অবস্থান নেন বিএনপির কর্মীরা।

দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর পুরো নয়াপল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্তি পুলিশও মোতায়েন করা হয়েছে।

এদিকে, সংঘর্ষ চলাকালে কার্যালয়ে অবস্থান করছিলেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ ঘটনার পর কার্যালয়ে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দলীয় সূত্র জানাচ্ছে, এ বিষয়ে বিকেল ৫টায় প্রেস ব্রিফিং করবে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬/আপডেট ১৬২২ ঘণ্টা/আপডেট ১৬৫৩ ঘণ্টা
এমএম/এইচএ/

** কেন্দ্রীয় কার্যালয় ‘দখলে‘ যাচ্ছে ‘আসল বিএনপি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ