ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী-পাবনা যুবদল নেতার ওপর হামলায় নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সোনাগাজী-পাবনা যুবদল নেতার ওপর হামলায় নিন্দা

ঢাকা: সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে যুবদল সভাপতি আলী আহমদকে গ্রেফতার করে পায়ে নির্মমভাবে গুলি চালিয়ে মারাত্মক ভাবে আহত এবং পাবনা জেলা যুবদল নেতা ইয়ামীনকে কুপিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (০৩ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।



যুবদল নেতৃদ্বয় আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার জেল-জুলুম, মামলা-হামলা, গ্রেফতার ও হত্যাযজ্ঞের নেগেটিভ রাজনীতি থেকে ফিরে না আসলে নিকট ভবিষ্যতে আপামর জনতা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আন্দোলনে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ