ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে আ’লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
রাজশাহীতে আ’লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

রাজশাহী: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় রাজশাহীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিরতণ করেছে মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে মহানগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মিছিলটি বের হয়।



মিছিলটি মহানগরীর জিরোপয়েন্ট, মনিচত্বর, মালোপড়া ভুবন মোহনপার্কের সামনে দিয়ে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
পরে নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ, সাধারণ সম্পাদক রাজিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ