ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়।



এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে উপস্থিত হয়েছেন।

ছাত্র দলের এ সমাবেশকে কেন্দ্রে করে রমনা এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সভায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সে কারণেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এমএম/বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।