ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ত্রিশালে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ত্রিশালে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগ কর্মী পারভেজকে (৩০) কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।



নিহত পারভেজ পৌরসভার চরপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

শুক্রবার (০১ জানুয়ারি) রাত ১০টায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকারের কর্মী-সমর্থকরা রাত ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

প্রায় ২০ মিনিট পর তারা অবরোধ তুলে নেন বলে জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নবনির্বাচিত মেয়র এবিএম আনিসুজ্জামানের পক্ষের লোকজনকে দায়ী করছেন জুয়েল সরকারের কর্মীরা। তবে বিষয়টি নির্বাচনী সহিংসতা কি-না আমরা তা খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫/আপডেট: ০১৪২ ঘণ্টা
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।