ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর মাজারে গোপালগঞ্জ পৌরসভা মেয়রের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে গোপালগঞ্জ পৌরসভা মেয়রের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার নবনির্বচিত মেয়র ও কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র কাজী লিয়াকত আলী লেকু, স্থানীয় আওয়ামী লীগের নেতারা ও নবনির্বাচিত আওয়ামীপন্থি  কাউন্সিলররা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।



পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াস হোসেন সরদার, নবনির্বাচিত মেয়র শেখ আহমদ হোসেন মির্জা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, গোপালগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, ২নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নুরুল আমিন বিপ্লব, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রোমান মোল্লা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আতিকুর রহমান পিটু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল ইসলাম নাজিম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ নাহিদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এম মাহাবুব আলী সোহেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আল-আমিন ইসলাম এবং ১,২,৩নং ওয়ার্র্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর খাদিজা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমত আরা ও ৭,৮,৯নং ওয়ার্ডের সাইয়েদা আক্তারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, সকালে চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু তার কর্মী ও সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।