ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনা পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পাবনা পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: নির্বাচনের দুইদিন পর সংবাদ সম্মেলন করে পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী পাবনা জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা।

শনিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরাজিত মেয়র প্রার্থী নুর মাসুম বগা বলেন, একটি অদৃশ্য মহলের ইশারায় পাবনার প্রশাসন নীল নকশার নির্বাচন করেছে। পুলিশ, র‌্যাব, বিজিবি অযথা ভোটকেন্দ্রে মহড়া দিয়ে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে ভোট কমে যায় ও তার পরাজয় ঘটে। তাই তিনি প্রহসনের এ নির্বাচন প্রত্যাখ্যান করছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, আব্দুস সামাদ খান মন্টু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সভাপতি কেএম মুসা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।