ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধর্মকে অমান্য করেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
ধর্মকে অমান্য করেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে ড. এমাজউদ্দীন আহমেদ

ঢাকা: ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে 'না' বললেও কোনো কোনো গোষ্ঠী এ ধর্মের নামেই পৃথিবীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। ধর্মকে অমান্য করেই ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে যা মহানবী (সা.) এর আদর্শের বিরুদ্ধে।



'সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ একথা বলেন।

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে ইসলাম ও মুসলমানদের নাম নেওয়া হলেই একধরণের অনীহা দেখানো হয়। অথচ বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ মুসলামান সম্প্রদায়ের। ধর্মের নামে কোনো গোষ্ঠী নাশকতা চালালে তার দায় ধর্ম বা মুসলামানদের উপর দেওয়া ঠিক না। ইসলাম ও সন্ত্রাসবাদ সম্পূর্ণ সাংঘর্ষিক।

তিনি বলেন, শুধু সেমিনারে সীমাবদ্ধ না থেকে আলেমদেরকে এখন মহানবীর আদর্শ প্রচার করতে হবে। অমুসলিমদের প্রতি মুহাম্মদ (সা.) এর আচরণ কেমন ছিলো তা লিফলেট দিয়ে তুলে ধরতে হবে। কোরাআন-হাদীসের বক্তব্য আরও সহজবোধ্য করে সাধারণের মাঝে প্রচার করা উচিত। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে ইসলাম আসলেই একটি সহজ সরল ধর্ম। যে ধর্ম কেবলই শান্তির কথা বলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.) জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন। ইসলামের আবির্ভাব হয়েছিল সন্ত্রাস, অরাজকতাও জুলুমের বিরুদ্ধে। যারা এসব করছেন তারা স্পষ্ঠভাবে ধর্ম না মেনে করছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির সৈয়দ মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিক উদ্দিন, চরমোনাই পীরের সন্তান সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, জামিয়াহ শরিয়্যাহ মালিবাগের মুহাদ্দিস আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, নয়াটোলা কামিল মাদ্রাসা মুহাদ্দিস মুফতি আবদুস সালাম।

খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাদ্রাসায়ে দারুর রশীদেএ শিক্ষা সচিব লিয়াকত আলী।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এডিএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।