ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাবেক ছাত্রনেতা তপন রুদ্রের মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সাবেক ছাত্রনেতা তপন রুদ্রের মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি অধ্যাপক তপন কুমার রুদ্রের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন গভীর শোক জানিয়েছে।

ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ রোববার (০৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।



তারা বলেন, অধ্যাপক তপন কুমার রুদ্রের সংগ্রামী চেতনা আমাদের পথের পাথেয়। শিক্ষার অধিকার আদায়, সমাজ প্রগতির চলমান লড়াইয়ে তার সংগ্রামী জীবনের স্মৃতি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে, তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।