ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরগুনার নেতাকে দেখতে ঢামেকে যুবলীগ চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বরগুনার নেতাকে দেখতে ঢামেকে যুবলীগ চেয়ারম্যান

ঢাকা: পৌর নির্বাচনের সময় গুলিবিদ্ধ বরগুনা জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

রোববার (০৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান।



এ সময় তিনি কামরুল হাসান মহারাজসহ এঘটনায় আহত সবার খোঁজ-খবর নেন। আহত অন্যরা হলেন- সুবেদ সরকার, নয়ন দে, আবু হানিফ।

ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, অসুস্থ রাজনীতি যারা করে তাদের তদন্ত করে ‍বিচারের আওতায় আনতে হবে। এসময় তার সঙ্গে ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদসহ অন্য নেতারা।

এর আগে পৌরসভা নির্বাচনের দিন বুধবার (৩০ ডিসেম্বর) বরগুনার সদর সরকারি কলেজের সামনে মহারাজসহ তার কয়েকজন কর্মী সমর্থক গুলিবিদ্ধ হন। প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তরের কথা বলেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।