ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

সিলেট: প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মহানগর পুলিশ।

রোববার (০৩ জানুয়ারি) এ নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন মহানগর পুলিশের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।



তিনি বলেন, একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সোমবার সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। সোমবার দুপুরে উভয় গ্রুপ নগরীতে শোভাযাত্রা বের করবে বলে ঘোষণা দিয়েছে।

এদিন দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী গ্রুপ শোভাযাত্রা বের করবে। একই সময় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ। এরই মধ্যে উভয় গ্রুপ আমন্ত্রণ পত্রও বিলি করেছে।   

তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগর পুলিশ সব ধরণের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান ওসি সুহেল আহমদ।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘন্টা, জানুয়ারী ০৪, ২০১৬
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।