ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক ও নাশকতাসহ পাঁচ মামলার আসামি বিএনপি নেতা কবির হোসেন তালুকদারকে (৪৮) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে ধুনট উপজেলার চালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কবির হোসেন ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে এবং ধুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে জানান, বিগত দিনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনকালে নাশকতা সৃষ্টি এবং হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করে।
এ সব ঘটনায় ২০০৬ সালের ২২ মার্চ, ২০১২ সালের ১ মে, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি, ২৯ অক্টোবর এবং ২০১৫ সালের ৯ জানুয়ারি কবির হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকে কবির হোসেন পলাতক ছিলেন। রোববার রাতে বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরপর সোমবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ