ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি(পটুয়াখালী): নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার(০৪ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এরপর কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক।

সকাল ১০টায় একাডেমিক ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা পাদদেশে এসে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র রায় নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক কে এম মেহেদী হাসান, ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি স্মরণীকা রায় প্রমুখ।

এদিকে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিসি/                                                 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।