ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পিরোজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: আড়ম্বর পূর্ণ পরিবেশে পিরোজপুরে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় সংগঠনের কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর টাউন ক্লাব চত্বরে স্বাধীনতা মঞ্চে কেক কাটা হয়।

শেষে জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।