ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পঞ্চগড়ে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন

পঞ্চগড়: পঞ্চগড়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

  

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামন আকতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম হুমায়ুন কবীর উজ্জ্বল, হারুন উর রশিদ সেলিম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ রায়হান সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটেন জেলা ছাত্রলীগের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।