ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র পিস্তলসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র পিস্তলসহ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের এক নম্বর প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ-সভাপতি কেএম শহীদুল্লাহকে (৪৯) পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করছে র‌্যাব।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বরিশাল নগরের আলেকান্দা এলাকার বাসা থেকে শহীদুল্লাহকে আটক করা হয়।



র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা রাত ২টার দিকে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করে।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তা সূত্রে জানা গেছে, রাতে শহীদুল্লাহ তার বাসভবনের ভেতরে অবস্থিত ব্যবসায়িক কার্যালয়ে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, র‌্যাব-৮’র ডিএডি সিকদার আশরাফুর রহমান বাদী হয়ে রাতেই শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।