ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গণসংহতির সমন্বয়কারীর বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
গণসংহতির সমন্বয়কারীর বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক ছবি: প্রতীকী

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার (০৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল দলের পক্ষে এ শোকবাণী জানান।



এর আগে মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাত ১০টায় রাজধানী ঢাকার মধ্যবাড্ডায় তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।

ফজলুর রহমান দীর্ঘ সরকারি চাকরি জীবনে অত্যন্ত সততার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে তিনি অবসর নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।